আমাকে সৃষ্টি করেছেন বিধাতা-
আমি সৃষ্টি করেছি জগৎ।
যে আমার ভালে লিখেছেন সর্বস্ব তা-
সে আমার মাঝে সদা জাগ্রৎ।
আমি আজি শিশু- এক অবোধ শিশু
পুতুলের সাথে ধুলায় বসি খেলি!
হয়তো সে আমি, কাল ওই আসনে যিশু
আমার তুলনা নহে- পরিমাণ এক ধূলি।
আমার সৃষ্টিদাতা কোথাও করে নি ভুল-
সে আমি- আমাতে তা বিস্তার;
আমি অহরহ ভুল পথে চলি গোল-
সমস্ত দোষকলুষ বিধি নিস্তার!
১ চৈত্র, ১৪০৭-
কানঞ্চ নগর, চট্টগ্রাম